টুইটারে যুক্ত হলো ফলোয়ার রিমুভ অপশন

১৩ সেপ্টেম্বর, ২০২১ ০২:৩৮  
এবার অনুরসরণকারীদের ছেঁটে ফেলার সুযোগ করে দিলো মাইক্রো ব্লগ টুইটার। যুক্ত করলো ফলোয়ার রিমুভ অপশন। ফলে এখন বিরক্তিকর ফলোয়াড়দের সহজেই এড়িয়ে চলার সুযোগ পাবেন টুইটার ব্যবহারকারী। এতোদিন যদি কোনো ফলোয়ারকে রিমুভ করতে চাওয়া হত তাহলে তাকে সরাসরি ব্লক করতে হত। এ ছাড়া আর কোনো উপায় ছিল না। এই সীমাবদ্ধতা দূর করতে শুরুতে ডেস্কটপের জন্য় পরীক্ষামূলকভাবে চালু করা হয়ছে ফলোয়ার রিমুভ নামের নতুন ফিচারটি। ফিচারটি পাওয়া যাবে ফলোয়ার ট্যাবের ডান দিকের কর্নারে থাকা থ্রি ডট অপশনে।  তবে অ্য়াপের ক্ষেত্রে কবে থেকে তা শুরু হবে তা এখনও পরিষ্কার করেনি টুইটার কর্তৃপপক্ষ। ফলোয়ার রিমুভ করার পাশাপাশি টুইটার আরও একটি নতুন ফিচার নিয়ে আসার কথা জানিয়েছে। যেখানে এজ টু এজ ফোটো ও ভিডিও দেখার সুবিধা পাবেন ব্য়বহারকারীরা।